বিচারের দাবি
ভূষণা চায় রোজ রোজ এমন মিছিল বেরোক, যতদিন না পর্যন্ত এই দ্রোহের আগুনে সমস্ত নারীমাংসলোলুপ পিশাচগুলো জ্বলে পুড়ে ছারখার না হয়ে যায়। এখন ভূষণা প্রত্যেকদিন রাতভোর জুড়ে তার মত আরও অনেকের সঙ্গে পথে হেঁটে রাতের শহরকে শাসন করে বেড়ায় আর নিজের বুকের আগুন ছড়িয়ে দেয় শহরের প্রতিটি কোণে। ভূষণা আবার হুংকার দিয়ে ওঠে, ‘উই ওয়ান্ট জাস্টিস, আই ওয়ান্ট জাস্টিস।’
by শতরূপা সিংহ | 04 December, 2024 | 62 | Tags : demand for justice bengali short story